খেলাধুলা ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্বে আছেন রঙ্গনা হেরাথ। প্রায় দুই বছর ধরেই সাকিব-তাইজুলদের সঙ্গে কাজ করছেন শ্রীলঙ্কার সাবেক তারকা স্পিনার। নতুন করে হেরাথের স্বদেশি চন্ডিকা হাথুরুসিংহে আসছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে। সোমবার ঢাকায় পা রেখে কাজ শুরু করবেন ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে।
হাথুরুর দ্বিতীয় দফায় বাংলাদেশে ফেরা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে হেরাথ বলছেন, হাথুরুর ফেরায় বাংলাদেশের ক্রিকেটেরই উপকার হবে। রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের হেরাথ বলেন, ‘চন্ডিকা এর আগে বাংলাদেশে কাজ করেছে। ওই সময় ভালো করেছে, সাফল্যও পেয়েছে। আমি তার সঙ্গে খেলেছি, তার কোচিংয়েও খেলেছি। তার ব্যাপারে আমার ফিডব্যাক ইতিবাচক এবং আমি আত্মবিশ্বাসী বাংলাদেশের ক্রিকেট তার মাধ্যমে উপকৃত হবে।’
হাথুরুর সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে কিনা জানতে চাইলে হেরাথ বলেন, ‘আসলে সিলেকশন নয়, পরিকল্পনা সাজানো নিয়ে কথা হয়েছে।’
২০১৪ সালের জুন মাসে প্রথমবার প্রধান কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসেন হাথুরুসিংহে। এরপর ২০১৭ সালের অক্টোবরে পদত্যাগ করেন সাবেক লঙ্কান কোচ।
হাথুরুর আমলে তিন সংস্করণে ১০২ ম্যাচ খেলে ৪১টি জয় পেয়েছে বাংলাদেশ, হার ৫১ ম্যাচে। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল, ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার মতো সাফল্য এসেছে হাথুরুসিংহের সময়ে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.