বিনোদন ডেস্ক:
উরফি জাভেদ মানেই বিতর্ক, উরফি জাভেদ মানেই আলোচনা। আবার প্রচুর রিয়েলিটি শোতেও তাকে দেখা যায়। আগে অংশ নিয়েছিলেন বিগ বসে। তারপরে কাজ করেছেন বিভিন্ন ধারাবাহিকে। তার ফাঁকে আবার তাকে দেখা গেছে কোনো না কোনো রিয়েলিটে শোয়ে।
আবার এসব রিয়েলিটি শোতে উরফির নানা বিতর্ক ঝড় তুলেছে। সম্প্রতি ‘স্প্লিট্সভিলায়’য় দেখা গেল তাকে। যার ফলে উরফিকে ঘিরে নতুন খবর আসছে।
রোহিত শেঠির অ্যাডভেঞ্চার শো ‘খাতরো কি খিলাড়ি’র পরবর্তী আকর্ষণ নাকি উরফি। সম্প্রতি নাকি প্রতিযোগী হওয়ার প্রস্তাব গেছে তার কাছে। প্রতিযোগী বাছাই পর্বও নাকি ইতোমধ্যেই শেষ হয়েছে। অবশ্য এ তালিকায় আসলেও উরফি আছে কি না তা এখনও নিশ্চিত নয়।
তবে এই রিয়েলিটি শোয়ের নির্মাতা এবং ব্যবস্থাপকদের সঙ্গে উরফি দেখা করেছেন বলেও গুঞ্জন রয়েছে। রোহিতের সঙ্গে শিগগিরই নাকি উড়ে যাবেন তিনি শুটিং করতে।
এরইমধ্যে উরফি টুইট করে জানান, দিল্লির রাস্তায় বিপদে পড়েছেন তিনি। অ্যাপ ক্যাব চালক তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। ধারণা করা হচ্ছে, শুটিংয়ের কাজেই দিল্লির বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন মডেল-তারকা। এসেছে কোনো নতুন প্রস্তাব।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.