বিনোদন ডেস্ক:
টাকা ছাড়ায় বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক বনে গেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্ত্রী গৌরী খান।সম্প্রতি শাহরুখ পত্নীর বিরুদ্ধে থানায় এমন অভিযোগ দায়ের করেছেন মুম্বাইয়ের বাসিন্দা যশবন্ত শাহ।
আজকালের খবরে বলা হয়, গৌরী খানের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় মামলা দায়ের করেছেন ওই ব্যক্তি।
জানা যায়, লখনউয়ের সুশান্ত গল্ফ সিটির তুলসিয়ানি গল্ফ ভিউ-এর অ্যাপার্টমেন্টটি অন্য একজনকে দেওয়া হয়েছিল। কিন্তু গৌরী জোর করে সেটি নিজের নামে করে নেন বলে অভিযোগ উঠেছে।
মামলায় গৌরী ছাড়াও অনিল কুমার তুলসিয়ানি এবং তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির কর্ণধার মহেশ তুলসিয়ানির নামও রয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.