খেলাধুলা ডেস্ক:
পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিলেন কিলিয়ান এমবাপ্পে। সুবাদে নঁতের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেল প্যারিসের দলটি।
লিগ ওয়ানে শনিবার রাতে ৪-২ গোলে জয় তুলে নিয়েছে পিএসজি। লিওনেল মেসির মাধ্যমে প্রথমে গোলমুখ খুলে দলটি। এরপর ১৭তম মিনিটের মধ্যে তারা এগিয়ে যায় ২-০ ব্যবধানে। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ায় নঁতে। প্রথমার্ধ শেষ ২-২ সমতায়।
পরে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় পিএসজি। যোগ করা সময়ে এমবাপ্পে রেকর্ড গড়া গোল করলে জয় নিশ্চিত হয়ে যায় দলটির।
ঘরের মাঠে মেসি দলকে এগিয়ে নেওয়ার পর গাউয়েন হাজামের আত্মঘাতী গোলে দ্বিগুণ হয় ব্যবধান। কিন্তু এরপরই প্রথমার্ধেই দুই গোল শোধ করে ফেলে নঁত। দ্বিতীয়ার্ধে দানিলো পেরেরা গোল করে এগিয়ে দেন পিএজিকে। যে গোলে অবদান রাখেন এমবাপ্পে। এরপর যোগ করা সময়ে নিজেও খুঁজে নেন জালের ঠিকানা।
পিএজির হয়ে ২০১ গোল এখন এমবাপ্পের। তিনি ছাড়িয়ে গেলেন এডিনসন কাভানিকে।
গত ডিসেম্বরে ২৪ বছর পূর্ণ করা কাভানি নিজেকে এরই মধ্যে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠা করেছেন। দু-দুটি বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। ২০১৮ বিশ্বকাপে শিরোপা জেতেন। ২০২২ বিশ্বকাপে দল রানার্স আপ হলেও এমবাপ্পে জেতেন গোল্ডেন বুট। ২০২১ সালে দেশের হয়ে নেশন্স লিগও জিতেছেন এমবাপ্পে।
২০১৭ সালে রেকর্ডগড়া ফি-তে মোনাকো থেকে পিএসজিতে নাম লেখান এমবাপ্পে। এখন পর্যন্ত দলটির হয়ে জিতেছেন চারটি লিগ ওয়ান শিরোপা।
গত চার মৌসুমের সব কটিতে লিগ ওয়ানে সর্বোচ্চ গোলস্কোরার ছিলেন এমবাপ্পে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.