খেলাধুলা ডেস্ক:
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ডান গোড়ালির সফল অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে।শুক্রবার কাতারের রাজধানী দোহার আসপিটার হাসপাতালে পিএসজি তারকার অস্ত্রোপাচার সম্পন্ন হয়। ৩১ বছর বয়সী তারকা চলতি মৌসুমের বাকি সময়টা আর মাঠে নামতে পারবেন না বলে আগেই জানা গিয়েছিল।
স্বনামধন্য ব্রিটিশ সার্জন জেমস কালডারের তত্ত্বাবধানে নেইমারের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কালডার এর আগেও বেশ কয়েকজন ইউরোপিয়ান তারকার চিকিৎসা করেছেন।
এক বিবৃতিতে পিএসজির পক্ষ থেকে বলা হয়েছে, ‘নেইমারের গোড়ালির অস্ত্রোপচার সফলভাবেই শেষ হয়েছে। এখন তাকে যথাযথ বিশ্রাম ও চিকিৎসার সব নিয়মাবলি মেনে চলতে হবে।’ তবে কবে নাগাদ নেইমার বাড়ি ফিরতে পারেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
গত মাসে লিলির বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার। এর আগেও বেশ কয়েকবার ইনজুরির কারণে তার পিএসজির ক্যারিয়ার বাঁধাগ্রস্ত হয়েছে।
২০১৭ সালে বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিমিয়ে পিএসজিতে আসার পর থেকে ফিটনেস সমস্যা যেন নেইমারের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। পিএসজির লিগ ওয়ান ম্যাচে মাত্র ৪৯ শতাংশ ম্যাচ খেলেছেন তিনি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.