বিনোদন ডেস্ক:
‘বরফি’ সিনেমার মধ্য দিয়ে ২০১২ সালে বলিউডে পা রাখেন ইলিয়ানা ডি ক্রুজ। ছবিতে বাঙালি কন্যার চরিত্রে তার অভিনয় সবার নজর কেড়েছিল। বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমায় একসময় সমানতালে অভিনয় করলেও দীর্ঘদিন ধরে পর্দায় দেখা নেই এ অভিনেত্রীর। রূপালি পর্দার চেয়ে এখন ইলিয়ানাকে সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশি দেখা যায়।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ হয়েছেন ইলিয়ানা ডি ক্রুজ। তামিল সিনেমার এক পরিচালক ইলিয়ানার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
তার দাবি, একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে ইলিয়ানা অগ্রিম অর্থ নিলেও পরে আর শুটিং করেননি।দক্ষিণী সিনেমায় নিষিদ্ধ ইলিয়ানা
ওই ঘটনার পর প্রযোজকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। এরপর ধীরে ধীরে ইলিয়ানার কাছে তামিল সিনেমার প্রস্তাব আসা কমতে শুরু করে। ২০১২ সালে সমালোচকদের কাছে ইতিবাচক সাড়া পাওয়া “নানাবান”ই ছিল ইলিয়ানা অভিনীত সর্বশেষ তামিল চলচ্চিত্র।
সামনে ইলিয়ানা ডি ক্রুজকে ‘তেরা কিয়া হোগা লাভলি’ নামের একটি সিনেমায় দেখা যাবে। এখানে তার বিপরীতে আছেন রনদীপ হুদা। ওটিটিতেও ইলিয়ানা ডি ক্রুজের অভিষেক হওয়ার কথা রয়েছে। প্রযোজনা সংস্থা অ্যাপ্লাউজ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত পরবর্তী ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। যদিও ওয়েব সিরিজের নাম কিংবা বাকি অভিনয়শিল্পী কারা থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.