বিনোদন ডেস্ক:
টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ভালোবেসে বিয়ে করেছিলেন টলিউডের চিত্রনায়ক রাহুল ব্যানার্জিকে। তাদের সংসারে রয়েছে সহজ নামের এক পুত্রসন্তান।
রাহুল-প্রিয়াঙ্কার সংসার জীবন বেশ ভালোই কাটছিল। পুত্র সহজের জন্মের পর তাদের সংসারে ফাটল ধরতে শুরু করে। সর্বশেষ ২০১৭ সালে আলাদা হয়ে যান এই দম্পতি। তারপর পাল্টাপাল্টি অভিযোগ করে বহুবার খবরের শিরোনাম হয়েছেন। এবার একসঙ্গে ছুটি কাটিয়ে ফের খবরের শিরোনাম হলেন তারা।
ওটিটিপ্লে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, গত রোববার (১২ মার্চ) কলকাতার ইন্ডিয়ান জাদুঘরে একসঙ্গে সময় কাটান প্রিয়াঙ্কা সরকার ও রাহুল ব্যানার্জি। এসময় তাদের সঙ্গে ছিল পুত্র সহজ। মূলত, ছেলের উছিলায়ই একসঙ্গে ঘুরতে বের হন এই প্রাক্তন দম্পতি। তা ছাড়া হোলি উৎসবেও একসঙ্গে রং মাখতে দেখা যায় তাদের।
এ বিষয়ে রাহুল ব্যানার্জি বলেন, ‘এবারই প্রথম নয়। বরং প্রত্যেক রোববার আমরা পারিবারিক সময় কাটাই। আমি সহজের বাবা, আমি চাই বিষয়গুলো আরো সহজ হয়ে যাক।’
তাহলে কি ভাঙা বিয়ে ফের জোরা লাগছে? এ প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘আমি বিষয়টি জোর দিয়ে বলতে চাই না। কারণ আমরা খুব খারাপ সময়ে কাটিয়েছি। বিষয়গুলো যেভাবে আছে আমি তাতেই খুশি।’
রাহুলের মতে এখনো সব শেষ হয়ে যায়নি। তা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমি আর প্রিয়াঙ্কা পুরোপুরিভাবে আলাদা হয়ে যাইনি। তার কারণ আমাদের পুত্র সহজ। তা ছাড়া আমরা ছোটবেলা থেকেই পরস্পরকে চিনি-জানি। আমাদের যখন প্রথম দেখা হয়, তখন প্রিয়াঙ্কার বয়স ১৩ আর আমার ১৯ বছর। ওই সময় থেকে আমরা একসঙ্গে বেড়ে ওঠেছি। আমাদের অনেক সমস্যা ছিল। তবে আলাদা হয়ে যাওয়ার পর উপলদ্ধি করেছি, এখনো সব শেষ হয়ে যায়নি।’
২০১০ সালে ভালোবেসে সংসার বাঁধেন প্রিয়াঙ্কা-রাহুল। ২০১৩ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র সহজ। কিন্তু যৌথ সম্মতিতেই বিবাহবিচ্ছেদ ঘটে এই দম্পতির। পরে পুত্র সন্তান সহজের দায়িত্ব এড়ানো, প্রিয়াঙ্কাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রিয়াঙ্কা সরকার।
‘চিরদিন তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন প্রিয়াঙ্কা। এতে রাহুলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তিনি। এ সিনেমাটি ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। এ ছাড়া ‘শোন মন বলি তোমায়’, ‘বউ বউ খেলা’, ‘রান’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘লাভ সার্কাস’, ‘গেম’ প্রভৃতি সিনেমায় রাহুলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.