বিনোদন ডেস্ক :
ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। মুক্তির পর বক্স অফিসে বাজিমাতের পাশাপাশি দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা।
চলতি বছরে মুক্তি পাবে সিনেমাটির দ্বিতীয় পার্ট। কয়েক মাস শুটিং শুরু করেন নির্মাতারা। শুটিংয়ে অংশ নিয়েছেন আল্লু অর্জুন-রাশমিকাও। কিন্তু হঠাৎ বন্ধ হয়ে গেছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ।
বলিউড লাইফ ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, তেলেগু ভাষার অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা টু’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। কয়েক মাস আগে সিনেমাটির শুটিং শুরু হয়। কিন্তু এখন সিনেমাটির শুটিং বন্ধ রয়েছে, আগামী ৩ মাস দৃশ্যধারণের কাজ হবে না।
এতদিন শুটিং করার পর আকস্মিকভাবে কেন বন্ধ করে দিলেন শুটিং? কারণ ব্যাখ্যা করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এখন পর্যন্ত সিনেমাটির যত শুটিং হয়েছে তা নিয়ে সন্তুষ্ট নন পরিচালক সুকুমার। এসব দৃশ্যের শুটিং পুনরায় করতে চান তিনি। এজন্য আগামী ২-৩ মাস শুটিং থেকে দূরে থাকবেন আল্লু অর্জুন।
তবে এ বিষয়ে পরিচালক সুকুমারের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি ভারতীয় সংবাদমাধ্যমে।
সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন— ‘পুষ্পা টু’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।
প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.