ভয়েস নিউজ ডেস্ক:
বিএনপি জনগণের দাবি আদায়ে শান্তিপূর্ণ অন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি।
তিনি বলেন, সংঘাত এড়িয়ে সংলাপ চাইলে পদত্যাগের ঘোষণা দিতে হবে সরকারকে। সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলে নিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে। ক্ষমতা টিকিয়ে রাখতে প্রশাসনকে ব্যবহার করে পরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করছে।
ফখরুল বলেন, আন্দোলন সফল করার লক্ষ্যে আজ জাতীয় সমমনা জোটের সঙ্গে এই বৈঠক হয়। এ সময় যুগপৎ আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.