আন্তর্জাতিক ডেস্ক:
বিচার বিভাগের ওপর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের হস্তক্ষেপের পরিকল্পনার প্রতিবাদে শনিবার কয়েক হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছে। রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
নেতানিয়াহু সরকারের পরিকল্পনার বিরুদ্ধে ধারাবাহিক বিক্ষোভের সর্বশেষ ঘটনা এটি। গত মাসে ধর্মঘট ও গণবিক্ষোভের মুখে সরকার বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের পরিকল্পনা স্থগিত করা হয়েছিল।
শনিবার তেল আবিবের কেন্দ্রস্থলে নীল ও সাদা রঙের ইসরায়েলি পতাকা নেড়ে জনতা বিক্ষোভ করছিল।
বিক্ষোভে অংশ নেওয়া ২৬ বছর বয়সী ছাত্র অমিতায় গিন্সবার্গ বলেন, ‘নিরাপত্তা এক জিনিস কিন্তু সংস্কার অন্য জিনিস। আমরা এখনও এখানে আসছি এবং জোরে এবং পরিষ্কারভাবে বলছি, আমরা এই সংস্কারটি পাস হতে দেব না।’
নেতানিয়াহু সরকারের সংস্কার প্রস্তাব অনুযায়ী, সরকার সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগের উপর নিয়ন্ত্রণ করতে পারবে এবং সংসদকে আদালতের অনেক সিদ্ধান্ত বাতিল করার অনুমতি দেবে। ইসরায়েলের সাম্প্রতিক ইতিহাসে এই সংস্কার প্রস্তাব সবচেয়ে বড় অভ্যন্তরীণ সঙ্কটের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.