খেলাধুলা ডেস্ক:
কদিন আগে সাকিব আল হাসান বলেছিলেন আইপিএল দেখছেন না, তিনি ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে। এবার সাকিবের একই সুরে যেন তাল মেলালেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সাকিব আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। দিল্লি ক্যাপিটালসের হয়ে এক ম্যাচ খেলেছেন মোস্তাফিজ আর লিটন যোগ দেওয়ার পর কলকাতা নাইট রাইডার্স এখনো মাঠে নামেনি।
আইপিএলে মোস্তাফিজ-লিটনের কাছে প্রত্যাশা নিয়ে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নে মাশরাফি বলেন, ‘আইপিএল নিয়ে আমার হেডেক (মাথাব্যথা) নেই। আইপিএলে লিটন খেলবে কী খেলবে না, এটা আমার চিন্তার বিষয় না। আইপিএল আমার কাছে হেডেক না, হেডেক হচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল ভালো খেলবে, আমরা যারা আছি, আপনারা যারা আছেন, সবাই খুশি হব।’
আয়ারল্যান্ড সিরিজ শেষে মোস্তাফিজকে চাটার্ড ফ্লাইটে উড়িয়ে নেয় দিল্লি। কিন্তু প্রথম তিন ম্যাচ ছিলেন বেঞ্চে। চতুর্থ ম্যাচে সুযোগ পেয়ে ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন। প্রত্যাশামত সাফল্য পাননি মোস্তাফিজ। পরের ম্যাচে একাদশে মোস্তাফিজের জায়গা হবে কি না তা নিয়ে আছে অনিশ্চয়তা।
মাশরাফি বলেন, ‘আইপিএলে লিটন খেলছে, খুবই ভালো যে আমাদের একজন খেলছে। কিন্তু আপনি দেখুন, আমাদের মোস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে নিয়ে ম্যাচ খেলায়নি। এখানে অনেক বিষয় থাকে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয় থাকে, আমরাও উদগ্রীব হয়ে যাই। আমাদের বাংলাদেশ ক্রিকেটের একটা ফ্যানবেজ আছে। যেটা হয়তো তারা ব্যবহার করতে পারে। এই অগ্রাধিকার দেওয়া, আমাদের খেলোয়াড়দের তো ওই সামর্থ্য আছে। আমাদের নিলে যেন খেলায়। কিন্তু হয় না। এই জন্য এটা নিয়ে হেডেক দেখিয়ে লাভ নেই, আমাদের হেডেক হচ্ছে বাংলাদেশ দল। ’
ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশের সাবেক এই সফল অধিনায়ক। এদিন মাত্র ১ রানের ব্যবধানে ঢাকা লেপার্ডসের বিপক্ষে জয় পায় তার দল লিজেন্ডস অব রূপগঞ্জ।
রোমাঞ্চকর এই জয় নিয়ে মাশরাফি বলেন, ‘ডিপিএল তো অনেক দিন ধরে খেলছি। এইরকম ম্যাচও খেলেছি। তবে এরকম এক রান দুই রানে ম্যাচ আসলে খুব বেশি খেলা হয়নি। এই ধরনের ম্যাচ খুব হয় না। অসাধারণ ম্যাচ হয়েছে।’
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.