ভয়েস নিউজ ডেস্ক:
পুরো শরীর ভেজা, ক্লান্তি চোখেমুখে। তবে দৃঢ়তাও স্পষ্ট। তার নাম গোপাল, কনস্টেবল। কাঁধে কাপড়ের গাট্টি বা বস্তা। তার পাশে হাতে হাত মেলানো আরেক পুলিশ সদস্য, হাসিব। তার কাঁধেও একই রকম কাপড়ের বস্তা। তারা সেটি বহন করে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।
এভাবেই পুলিশ সদস্যরা আজ নিউ সুপার মার্কেটে আগুনের সময় ব্যবসায়ীদের মালামাল বের করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে সহযোগিতা করেন। এমন বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রশংসা কুড়ায়।
এ বিষয়ে জানতে চাইলে রমনা জোনের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, এটা আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে করেছি। আমরা এভাবেই সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। তাদের বিপদে-আপদে থাকতে চাই, তাদের আনন্দ-উৎসবে অংশীদার হতে চাই। আমরা এখানে মূলত এসেছিলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। পরে ব্যবসায়ীদের সহযোগিতার জন্য এগিয়ে যাই। আমাদের সদস্যরা ফায়ার ফাইটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। সকলের সম্মিলত প্রচেষ্টায় আগন নিয়ন্ত্রণে এসেছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.