ভয়েস প্রতিবেদক:
আগামী ১২ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার পৌরসভা নির্বাচন। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। কক্সবাজার এ উপলক্ষ্যে প্রেসক্লাবে সাবেক মেয়র সরওয়ার কামাল সংবাদ সম্মেলনের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বেলা ১১টার দিকে তিনি পৌর মেয়র পদে তার প্রার্থীতা ঘোষনা দেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সম্মিলিত নাগরিক ফোরাম কক্সবাজার পৌরসভার ব্যানারে কক্সবাজার পৌরসভা নির্বাচন ২০২৩ এর মেয়র পদপ্রার্থী হিসেবে সরওয়ার কামাল সংবাদ সম্মেলনে বলেন, তার দায়িত্ব কালীন সময়ে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফিরিস্থি তুলে ধরেন। কক্সবাজারকে একটি আধুনিক পর্যটন বানন্ধব পৌরসভা করার লক্ষ্যে আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহবান জানান।
সরওয়ার কামাল আরও বলেন, যত বাধা আসুক, প্রয়োজনে জেলে গেলেও জীবন থাকতে তিনি নির্বাচন করে যাবেন। আগামী নির্বাচনে ভোট সুস্থ হলে তিনি জয়লাভ করবে বলে জানান। কারণ, অতীতে দীর্ঘদিন তিনি পৌর সভার মেয়রের দায়িত্ব পালন করে গেছেন। শহরকে পরিচ্ছন্ন ও উন্নয়ন করে ব্যাপক জনপ্রিয়কা অর্জন করার কথা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে সম্মিলিত নাগরিক ফোরাম কক্সবাজার পৌরসভার বিভিন্ন স্থরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.