প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ৪:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৩, ৯:২৮ পি.এম
দলের শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে অংশ নিলে তাদের আর দলে আসতে দেওয়া হবে না- হানিফ

বিশেষ প্রতিবেদক:
দলের ভেতর ঘাপটি মেরে থাকা অপশক্তির কারণে নির্বাচনে দলকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, দলের শৃঙ্খলা ভঙ্গ করে যারা নির্বাচন করে তাদের আর দল করার প্রয়োজন নেই। তাদের দিন শেষ।
বিদ্রোহী প্রার্থীদের ইঙ্গিত করে হানিফ বলেন, দলকে ব্যবহার করে যারা ফায়দা লুটে এই সুযোগ-সন্ধানী অপশক্তি নির্বাচন আসলেই তাদের নির্বাচন করতে হয়।
আজ সোমবার সন্ধ্যায় কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ সুভাষ হলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বঙ্গবন্ধুর জুলি ও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর ফূর্তি উপলক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভার নির্বাচন।
পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মাসেদুল হক রাশেদকে ইঙ্গিত করে মাহবুব উল আলম হানিফ বলেন,'বাবার পরিচয় সবসময় খাবেনা। বাবা ত্যাগী ও পরীক্ষিত ছিলেন। সব ঠিক আছে। কিন্তু আপনার পরিচয় কী? বাবার আদর্শের কথা বলে দলের সঙ্গে বেঈমানী করে বিদ্রোহী প্রার্থী হয়ে পরে ক্ষমা চেয়ে দলে ফিরবেন -তা আর হবে না। এই দিন শেষ। যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে অংশ নিবে তাদের আর দলে আসতে দেওয়া হবে না।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা,সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার -২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক,সংরক্ষিত নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা,কক্সবাজার পৌরসভার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী ও কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম প্রমূখ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.