খেলাধুলা ডেস্ক:
ইউক্রেনের বিপক্ষে প্রীতি ম্যাচে হারতে বসেছিল জার্মানি। ঘরের মাঠে নিজেদের হাজারতম ম্যাচে এই লজ্জায় ডুবতে বসেছিল চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে শেষের নৈপুণ্যে তাদের রক্ষা করেছেন কাই হাভার্টজ।
ব্রেমেনে সোমবার জার্মানি ও ইউক্রেনের মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। যদিও ম্যাচের ৮২তম মিনিট পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে ছিল ইউক্রেন।
দ্বিতীয়ার্ধে বদলি নামা কাই হাভার্টজ ৮৩তম মিনিটে ব্যবধান কমান। যোগ করা সময়ে হাভার্টজই পেনাল্টি আদায় করেন। জসুয়া কিমিখ সফল স্পট কিক থেকে সমতা টানেন ম্যাচে।
জার্মানির পক্ষে প্রথম গোলটি করেন ফুয়েলখুগে। ইউক্রেনের পক্ষে জোড়া গোল করেন ভিক্তর শিয়ানকভ। অন্য গোলটি তারা পায় আত্মঘাতী থেকে।
এই নিয়ে টানা দুই ম্যাচে জয়হীন থাকল জার্মানি। বিশ্বকাপের গত মার্চে পেরুকে ২-০ গোলে হারিয়েছিল দলটি। কিন্তু পরের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় হান্স ফ্লিকের দল।
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.