বিনোদন ডেস্ক:
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় অভিনেতা সালমান খান, নির্মাতা করন জোহরসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করেছেন আদালত।বুধবার (৮ জুলাই) মুজাফফরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুকেশ কুমার এই রায় দিয়েছেন।
এর আগে সুশান্তের মৃত্যুর মাত্র তিনদিনের মাথায় করন জোহর, সঞ্জয় লীলা বানসালি, সালমান খান, একতা কাপুরসহ আটজনের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধি ৩০৬, ১০৯, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা।
তবে আদালতের এই রায় চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন সুধীর কুমার। তিনি বলেন, ‘আমি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এই রায় জেলা আদালতে চ্যালেঞ্জ করব। সুশান্তের মৃত্যুতে পুরো বিহার শোকাহত। ন্যায় বিচার পেতে, তার মতো প্রাণোচ্ছল তরুণকে যারা এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে তাদের শাস্তির আওতায় নিতে হবে।’
এর আগে সুধীর কুমার দাবি করেন, সুশান্তকে প্রায় সাতটি সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে এবং তার কিছু সিনেমা মুক্তি পায়নি। এই ধরনের পরিস্থিতি তাকে এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.