খেলাধুলা ডেস্ক:
ইউরোপা লিগের ফাইনালের পর রেফারি অ্যান্থনি টেইলরের উদ্দেশ্যে অপমানজনক ভাষা ব্যবহার করায় শাস্তি পেয়েছেন জোসে মরিনিয়ো। রোমা কোচকে চার ম্যাচের জন্য টাচলাইনে নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা।
গত ৩১ মে বুদাপেস্টে ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতাটির ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতার পর টাইব্রেকারে সেভিয়ার কাছে হেরে যায় ইতালিয়ান ক্লাবটি। ম্যাচে মোট ১৪টি হলুদ কার্ড দেখান রেফারি, যার মধ্যে ছিলেন মরিনিয়োও।
ম্যাচের পর পুসকাস অ্যারেনার বাইরে ম্যাচ অফিসিয়ালদের লক্ষ্য করে চিৎকার করেন মরিনিয়ো। রেফারি টেইলরের সামনে গিয়ে উত্তেজিতভাবে কিছু বলতে দেখা যায় পর্তুগিজ কোচকে। সংবাদ সম্মেলনেও কড়া ভাষায় টেইলরের সমালোচনা করেন তিনি।
পরে মরিনিয়োকে অভিযুক্ত করে উয়েফা। বুধবার তার শাস্তির কথা জানায় ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ফাইনালে সমর্থকদের আচরণের জন্য উভয় ক্লাবের বিরুদ্ধেও বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছিল। শাস্তি পেয়েছে রোমাও। সেরি আর ক্লাবটিকে আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠে তাদের একটি ম্যাচে টিকেট বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানা করা হয়েছে ৫৫ হাজার ইউরো।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.