আন্তর্জাতিক নিউজ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরের একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতের (২৭ জুন) দিকে আজমানের একটি আবাসিক প্রকল্পের টাওয়ার-২ আকাশচুম্বী ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় পুলিশের নেতৃত্বে জরুরি পরিসেবা সংস্থা সিভিল ডিফেন্স ও পুলিশের যৌথ বাহিনী বিশাল এক অভিযান পরিচালনার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজমান পুলিশের শেয়ার করা ভিডিওর বরাতে খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন আজমান শহরের ওয়ান কমপ্লেক্স টাওয়ার-২তে ভয়াবহ এ আগুন লেগেছে। আগুন লাগার পর পরই তা নেভানোর জন্য জরুরি পরিষেবা সংস্থার একাধিক ফায়ার টেন্ডার দুর্ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও সিভিল ডিফেন্সের যৌথ বাহিনীর সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের আনতে সক্ষম হয়।
ভিডিওতে দেখা যায়, ভবনের একপাশে লেগে যাওয়া আগুনের লেলিহান শিখা নিচ তলা থেকে একেবারে ওপরের তলা পর্যন্ত পৌঁছে গেছে।
অগ্নিকাণ্ডে ভবনের ধ্বংসাবশেষ মাটিতে পড়ে থাকতে দেখা যায়। কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত ভবন থেকে সরিয়ে নেওয়া বাসিন্দাদের আমিরাতের পরিবহন কর্তৃপক্ষের দেওয়া সাতটি বাসে করে আজমান ও শারজাহর হোটেলে নিয়ে যাওয়া হয়।
আজমান পুলিশের ডিরেক্টর-জেনারেল অব পুলিশ অপারেশনস ব্রিগেডিয়ার আবদুল্লাহ সাইফ আল মাতরুশি খালিজ টাইমসকে বলেন, দুর্ঘটনাস্থলে একটি ভ্রাম্যমান পুলিশ স্টেশন বসানো হয়েছে। ভবনের বাসিন্দাদের ক্ষয়ক্ষতির হিসেব-নিকেশ ও অন্যান্য ব্যবস্থা নেওয়ার জন্য সেখানে পুলিশ কাজ করছে।
তবে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ কী কারণে আগুন লেগেছে , সে বিষয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও মন্তব্য করেননি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.