বিনোদন ডেস্ক:
দেখতে দেখতে চলচ্চিত্র জগতে ২০ বছর পার করেছেন প্রিয়ামণি। যদিও অভিনেত্রীর শুরুটা হয়েছিল দক্ষিণী ছবির মাধ্যমে। তবে চেন্নাই এক্সপ্রেস ছবিতে 'ওয়ান টু থ্রি ফোর' গান ও 'ফ্যামিলি ম্যান' সিরিজের মাধ্যমে সারা ভারতে রাতারাতি পরিচিতি পান তিনি। এই ইন্ডাস্ট্রিতে ২০ বছর পার করেও পর্দায় কখনও কোনো নায়কের সঙ্গে চুম্বনের দৃশ্যে দেখা যায়নি তাকে। অবশেষে প্রিয়মণি মুখ খুললেন তার 'নো কিস পলিসি'র আসল কারণ।
অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, পর্দায় আমি কখনোই চুমু খাব না, এটা আমার নীতি। অন্য পুরুষকে চুমু খেতে আমার অস্বস্তি হয়। তাই এই বিষয়ে আপত্তি রয়েছে। চুক্তিপত্র সব সময়ই 'নো কিস পলিসি' থাকে। আমি জানি, অভিনেত্রী হিসাবে এটা আমার কাজ। আর চুমুর কারণে বাড়িতে স্বামীর কাছে জবাবদিহি করতে হবে।
তবে অভিনেত্রী জানান, খুব বেশি হলে গালে চুমুতে সম্মতি রয়েছে।
২০১৭ সালে মোস্তফা রাজাকে বিয়ে করেন প্রিয়ামণি। তার পর থেকে এই নিয়মে বেঁধেছেন নায়িকা। প্রিয়ামণি বলেন, আমাদের সম্পর্ক যখন তৈরি হয়, তখন পর্দায় কাউকে চুমু খেতে হয়নি। তার পর থেকেই পর্দায় চুম্বনে আপত্তি রয়েছে আমার। আমি পর্দায় এমন কিছু করতে চাই না যেটা দেখে ওর অস্বস্তি হয়। আমার শ্বশুর বাড়ির লোকজন যাতে না ভাবেন বিয়ের পরও আমার বউমা কেন এমন করছেন! তাই পর্দায় চুম্বনে আপত্তি ব্যক্তিগত পছন্দ আমার।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.