বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের কণ্ঠে এবার উঠে এল দুই বাংলার সবচেয়ে ভাইরাল রাজনৈতিক মঞ্চের স্লোগান ‘খেলা হবে’। সদ্য মুক্তি পাওয়া ‘রকি ও রানি কি প্রেম কাহানি’র ট্রেলারে এমনটাই বলতে শোনা গেছে অভিনেত্রীকে।
এ সিনেমার মধ্য দিয়ে ২৫ বছর পর আবারও সম্পর্কের গল্প বলবেন করণ জোহর। তিন মিনিটের ট্রেলারে চমকে দিলেন পারিবারিক সম্পর্কে নানা বাঁক ছুঁয়ে। যাতে বাঙালি চরিত্রে আলিয়া আর রণবীর রয়েছেন পাঞ্জাবির ভূমিকায়।
আলিয়া যে বাঙালি সেটি তার সাজগোজ অথবা হিন্দির মাধ্যমে প্রকাশ না পেলেও ট্রেলারে এনেছেন বাংলার বেশ কিছু বিষয়কে। ট্রেলারে আলিয়া বলছেন ‘খেলা হবে...’। একথা শুনে বেশ অবাক হচ্ছে বাঙালিরা।
এদিকে, আলিয়ার বাবা মায়ের চরিত্রে রয়েছেন চূর্ণি গাঙ্গুলি এবং টোটা রায়চৌধুরী। ট্রেলারে রবিঠাকুরকেও বাদ দিলেন না করণ।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস/ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.