খেলাধুলা ডেস্ক:
এবারের সাফে সেমিফাইনালে থেমেছে বাংলাদেশের স্বপ্ন যাত্রা। ১৪ বছর পর সাফের শেষ চারে খেললেও ফাইনালে খেলার অপেক্ষা ফুরায়নি। সেমিতে কুয়েতের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছিল হাভিয়ের কাবরেরার দল। তবে এবারের টুর্নামেন্টে আলাদা করে দাগ কেটে গেছেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান।
পুরো টুর্নামেন্টের দুর্দান্ত খেলে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।
চার ম্যাচে ১৫টি সেভ করেছেন আনিসুর। গোল হজম করেছেন পাঁচটি। এর মধ্যে কুয়েতের বিপক্ষে ছিলেন দুর্দান্ত ফরমে।
দারুণ সব সেভ করে ম্যাচের শেষ পর্যন্ত বাংলাদেশকে পথে রেখেছিলেন। যদিও শেষের গোলে হতাশা নিয়ে ফিরতে হয় লাল-সবুজের দলকে। সেরা গোলরক্ষক হওয়ার দৌড়ে আনিসুর পেছনে ফেলেছেন চ্যাম্পিয়ন ভারতের গোলরক্ষক গুরপ্রিত সিং সান্ধুকে। সেমিফাইনাল ও ফাইনালে টাইব্রেকার আটকে দিয়ে ভারতের সেরা হওয়ার পথে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
অতিথি দল কুয়েতকে টাইব্রেকারে হারিয়ে রেকর্ড নবমবারের মতো সাফের শিরোপা জিতেছে ভারত। গতকাল বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে নির্ধারিত নব্বই মিনিটের পর ১২০ মিনিট খেলা ১-১ সমতায় থাকে। টাইব্রেকারে বাজিমাত করে ভারত। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে শিরোপা উদযাপনে মাতে স্বাগতিক ভারত। পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছে ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.