রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

৫৫ বছরে ১০ কোটি ১১ লাখ মানুষের হজ পালন

ধর্ম ডেস্ক:
চলতি বছরের হজ মৌসুম শেষ হয়েছে। সৌদি আরবে সমবেত বিভিন্ন দেশের হাজিরা নিজ নিজ দেশে ফেরা শুরু করেছেন। সৌদি আরবের পরিসংখ্যান ব্যুরোর সূত্রে আরব নিউজ জানিয়েছে, এ বছর ১৮ লাখ ৪৫ হাজার ৪৫ জন পুরুষ ও নারী হজ পালন করেছেন। যার মধ্যে বিদেশির সংখ্যা ১৬ লাখ ৬০ হাজার ৯১৫ ও সৌদি আরবের হাজির সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ১৩০ জন।

এদিকে সৌদির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকসের সূত্রে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গত ৫৫ বছরে অর্থাৎ ১৩৯০ হিজরি (১৯৭১) থেকে ১৪৪৪ হিজরি (২০২৩) সাল পর্যন্ত ১০ কোটি ১১ লাখ ১৯ হাজার ৫৬৬ জন নারী-পুরুষ হজ পালন করেছেন।

৫৫ বছরের ইতিহাসে ২০১২ সালে সর্বাধিক ৩১ লাখ ৬১ হাজার ৫৭৩ জন মুসল্লি পবিত্র হজ পালন করেন। যা ইতিহাসে সবচেয়ে বড় হজ ছিল।

হজের ইতিহাসে ২০২০ সালটি একেবারে ব্যতিক্রম। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ওই বছর নানা বিধিনিষেধের মধ্যে শুধুমাত্র সৌদি আরবের ১ হাজার জন মানুষ হজ পালন করেন। যদিও এর আগের বছর (২০১৯) ২৪ লাখ ৮৯ হাজার ৪০৬ জন মানুষ হজ পালন করেন। আর ২০২১ সালে শুধুমাত্র সৌদি আরবের ৬০ হাজার লোক হজ পালন করেন।

সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকসের দেওয়া তথ্য মতে ১৩৯০ হিজরি (১৯৭১) সালে হজ পালন করেন ১০ লাখ ৭৯ হাজার ৭৬০ জন, ১৩৯১ হিজরি সালে ১০ লাখ ৪২ হাজার ২৭ জন, ১৩৯২ হিজরি সালে ১২ লাখ ১৬ হাজার ৯৫১ জন, ১৩৯৩ হিজরি সালে ১১ লাখ ২২ হাজার ৫৪৫ জন, ১৩৯৪ হিজরি সালে ১৪ লাখ ৮৪ হাজার ৯৭৫ জন, ১৩৯৫ হিজরি সালে ১৫ লাখ ৯৭ হাজার ৮৬৭ জন, ১৩৯৬ হিজরি সালে ১৪ লাখ ৫৬ হাজার ৪৩২ জন, ১৩৯৭ হিজরি সালে ১৬ লাখ ২৭ হাজার ৫৮৯ জন, ১৩৯৮ হিজরি সালে ১৮ লাখ ৯৯ হাজার ৪২০ জন।

১৩৯৯ হিজরি সালে ২০ লাখ ৭৯ হাজার ৬৮৯ জন, ১৪০০ হিজরি সালে ১৯ লাখ ৪৯ হাজার ৬৩৪ জন, ১৪০১ হিজরি সালে ১৯ লাখ ৪৩ হাজার ১৮০ জন, ১৪০২ হিজরি সালে ২০ লাখ ১১ হাজার ৫৫৫ জন, ১৪০৩ হিজরি সালে ২৫ লাখ ১ হাজার ৭০৬ জন, ১৪০৪ হিজরি সালে ১৬ লাখ ৬৪ হাজার ৪৭৮ জন, ১৪০৫ হিজরি সালে ১৫ লাখ ৮৯ হাজার ৭৭৬ জন, ১৪০৬ হিজরি সালে ১৬ লাখ ৪৭৫ জন, ১৪০৭ হিজরি সালে ১৬ লাখ ১৯ হাজার ৩২৪ জন, ১৪০৮ হিজরি সালে ১৩ লাখ ৭৯ হাজার ৫৫৬ জন, ১৪০৯ হিজরি সালে ১৪ লাখ ৬৬ হাজার ৯৯৫ জন, ১৪১০ হিজরি সালে ১৪ লাখ ৮৩ হাজার ২৯৪ জন, ১৪১১ হিজরি সালে ১৬ লাখ ২৮ হাজার ১৮৬ জন, ১৪১২ হিজরি সালে ২১ লাখ ১৪ হাজার ২১৭ জন, ১৪১৩ হিজরি সালে ২০ লাখ ৩৩ হাজার ৩৫৩ জন, ১৪১৪ হিজরি সালে ১৮ লাখ ৩৪ হাজার ৭৮০ জন, ১৪১৫ হিজরি সালে ১৭ লাখ ৮১ হাজার ৩৭০ জন, ১৪১৬ হিজরি সালে ১৮ লাখ ৬৫ হাজার ২৩৪ জন।

১৪১৭ হিজরি সালে ১৯ লাখ ৪২ হাজার ৮৫১ জন, ১৪১৮ হিজরি সালে ১৮ লাখ ৩২ হাজার ১১৪ জন, ১৪১৯ হিজরি সালে ১৮ লাখ ৩১ হাজার ৯৯৮ জন, ১৪২০ হিজরি সালে ১৮ লাখ ৩৯ হাজার ১৫৪ জন, ১৪২১ হিজরি সালে ১৯ লাখ ১৩ হাজার ২৬৩ জন, ১৪২২ হিজরি সালে ১৯ লাখ ৪৪ হাজার ৭৬০ জন, ১৪২৩ হিজরি সালে ২০ লাখ ৪১ হাজার ১২৯ জন, ১৪২৪ হিজরি সালে ২০ লাখ ১২ হাজার ৭৪ জন, ১৪২৫ হিজরি সালে ২১ লাখ ৬৪ হাজার ৪৬৯ জন, ১৪২৬ হিজরি সালে ২২ লাখ ৫৮ হাজার ৫০ জন, ১৪২৭ হিজরি সালে ২৩ লাখ ৭৮ হাজার ৬৩৬ জন, ১৪২৮ হিজরি সালে ২৪ লাখ ৫৪ হাজার ৩২৫ জন, ১৪২৯ হিজরি সালে ২৪ লাখ ৮ হাজার ৮৪৯ জন, ১৪৩০ হিজরি সালে ২৩ লাখ ১৩ হাজার ২৭৮ জন, ১৪৩১ হিজরি সালে ২৭ লাখ ৮৯ হাজার ৩৯৯ জন, ১৪৩২ হিজরি সালে ২৯ লাখ ২৭ হাজার ৭১৭ জন।

১৪৩৩ হিজরি (২০১২) সালে ৩১ লাখ ৬১ হাজার ৫৭৩ জন (সর্বাধিক), ১৪৩৪ হিজরি (২০১৩) সালে ১৯ লাখ ৮০ হাজার ২৪৯ জন, ১৪৩৫ হিজরি (২০১৪) সালে ২০ লাখ ৫৮ হাজার ২৩৮ জন, ১৪৩৬ হিজরি (২০১৫) সালে ১৯ লাখ ৫২ হাজার ৮১৭ জন, ১৪৩৭ হিজরি (২০১৬) সালে ১৮ লাখ ৬২ হাজার ৯০৯ জন, ১৪৩৮ হিজরি (২০১৭) সালে ২৩ লাখ ৫২ হাজার ১২২ জন, ১৪৩৯ হিজরি (২০১৮) সালে ২৩ লাখ ৭১ হাজার ৬৭৫ জন, ১৪৪০ হিজরি (২০১৯) সালে ২৪ লাখ ৮৯ হাজার ৪০৬ জন, ১৪৪১ হিজরি (২০২০) সালে আনুমানিক ১ হাজার জন (শুধুমাত্র সৌদির নাগরিক), ১৪৪২ হিজরি (২০২১) সালে ৫৮ হাজার ৭৪৫ জন (শুধু মাত্র সৌদিতে বসবাসকারীদের অংশগ্রহণ), ১৪৪৩ হিজরি (২০২২) সালে ৮ লাখ ৯৯ হাজার ৫৫৩ জন এবং ১৪৪৪ হিজরি (২০২৩) সালে ১৮ লাখ ৪৫ হাজার ৪৫ জন মানুষ পবিত্র হজ পালন করেন।

ভয়েস/আআ/দেশ রূপান্তর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION