বিনোদন ডেস্ক:
এবার ঈদুল আজহায় অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’- সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অভিনয়ের পাশাপাশি সরকারি অনুদানের এই সিনেমা প্রযোজনা করেন তিনি। সিনেমাটি মুক্তির দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বেড়েছে। মুক্তির পর ব্লকবাস্টার সিনেমাস, লায়নসহ দেশের ১২টি হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। গত শুক্রবার থেকে ১৩টি হলে চলেছে এটি। তানভীর আহমেদ সিডনীর কাহিনী ও সংলাপে সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস। ‘লাল শাড়ি’- তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে। প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন সাদিক। সিনেমা নিয়ে বন্ধন বিশ্বাস বলেন, লাল শাড়ি আমাদের দেশের তাঁতী জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরে সমাদৃত ছিল।
আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়।
শুক্রবার সহকর্মী ও সাংবাদিকদের সঙ্গে ‘লাল শাড়ি’- ছবিটি দেখেছেন অপু বিশ্বাস। সে সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। ছবিটি থেকে কেমন সাড়া মিলছে? অপু বিশ্বাস বলেন, এবার ঈদে ভালো ভালো ছবি মুক্তি পেয়েছে। তারমধ্যে ‘লাল শাড়ি’ থেকে অনেক ইতিবাচক রিভিউ পাচ্ছি। অনেকে প্রশংসা করছেন এমন একটি গল্প নিয়ে সিনেমা বানানোর জন্য। এটা আমার জন্য সত্যিই বড় বিষয়। দর্শক তো বটেই, আমার সহকর্মীরাও ছবিটি দেখে সবাই তাদের ভালোলাগার কথা জানিয়েছেন। এটা আসলে আমার সামনে কাজ করার ক্ষেত্রে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.