ভয়েস নিউজ ডেস্ক:
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, ব্যবসায়ী নয়, ঋণখেলাপি এবং হত্যাকারীরাই এ সরকারকে আবারও ক্ষমতায় বসাতে চায়। যারা অবাধে লুট করেছেন, তারা তাদের সেই অর্থ রক্ষার্থে এ অবৈধ সরকারকে সমর্থন দিচ্ছেন।
রবিবার (১৬ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে বিভিন্ন মার্কেট এবং রাস্তায় চলাচলকারী যানবাহনের যাত্রীদের কাছে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। আগামী ১৮ ও ১৯ জুলাই অনুষ্ঠেয় ‘পদযাত্রা কর্মসূচি’ সফল করার জন্য এ লিফলেট বিতরণ করা হয়।
সালাম বলেন, ‘কারসাজি করে দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের পকেট লুণ্ঠনের অপকর্মের সঙ্গে জড়িতরাই ফ্যাসিবাদের পক্ষ নিয়েছে। যারা এ অবৈধ সরকারকে সমর্থন দেবে তারা জাতির শত্রু। কোনও দেশপ্রেমিক ভোট চোর ও গণতন্ত্র হত্যাকারীদের সমর্থন করতে পারে না।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, তা পাগলও বিশ্বাস করে না। আওয়ামী লীগ কখনও সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসতে পারেনি। এরা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে অবাধ লুটপাটে মেতে ওঠে। এ সরকার যত দ্রুত বিদায় নেবে দেশ ও জাতির ততই মঙ্গল।’
এ সময় আরও উপস্থিত ছিলেন— মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোহাম্মদ মোহন, আবদুস সাত্তার, সদস্য এম এ হান্নান, আরিফুর রহমান নাদিমসহ মহানগর ও বিভিন্ন থানার নেতারা।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.