খেলাধুলা ডেস্ক:
সিরিজের প্রথম চার ম্যাচ শেষে জয়ের টাইমলাইম ছিল যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। ২-২ এ সমতায় থাকা সিরিজের শেষ ম্যাচটা ছিল তাই অঘোষিত ফাইনাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখালো জুনিয়র টাইগাররা। তাতে হার দিয়ে শুরু করা সিরিজে শেষটা জয় দিয়ে রাঙালো বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ফলে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৩-২ এ সিরিজ জিতেছে স্বাগতিক যুবারা।
আজ (১৭ জুলাই) সিরিজের পঞ্চম ওয়ানডেতে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২১০ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের হয়ে ৪৩ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করে সেরা বোলার রাব্বি। জবাবে ব্যাটিং করতে নেমে ৪৭ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৮১ বলে ৭১ রান করেছেন রাব্বি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.