বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা রণবীর কাপুর। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ‘চকলেট বয়’ রণবীর কাপুর লাখো নারীর ক্রাশ। চলনে-বলনে যেমন সতর্ক, তেমনি ফ্যাশনেও কম যান না এই নায়ক। ব্যয়বহুল সব পোশাকে দেখা যায় তাকে।
কিছু দিন আগে এয়ারপোর্টে স্নিকার্স পরিহিত অবস্থায় ক্যামেরাবন্দি হন রণবীর কাপুর। এসময় জিন্সের সঙ্গে সাদা-অ্যাশ কালারের স্নিকার্স পরেছিলেন তিনি। প্রথমে বিষয়টি নিয়ে তেমন আলোচনা না হলেও এ জুতার মূল্য প্রকাশ্যে আসার পর জোর চর্চা চলছে।
বলিউড শাদি ডটকম জানিয়েছে, রণবীর কাপুরের পায়ের স্নিকার্সটি তৈরি করেছে বিলাসবহুল ব্র্যান্ড নাইকি। এয়ার ডিওর মডেলের স্নিকার্সের মূল্য শুনলে অনেকের চোখ কপালে উঠে যাবে। কারণ বর্তমানে এ জুতার মূল্য ৮ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ৬০ হাজার টাকার বেশি।
রণবীর কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’। গত ৮ মার্চ মুক্তি পায় এটি। এতে শ্রদ্ধার বিপরীতে অভিনয় করেছেন রণবীর কাপুর। রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন তারা। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করেছে ২২০ কোটি রুপির বেশি।
রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘অ্যানিমেল’। এতে জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এ সিনেমা আগামী ১ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.