খেলাধুলা ডেস্ক:
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে এবারের আসরে সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন লিটন দাস। আসরে দলটির সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে এই উইকেটকিপার ব্যাটারকে।
ইতোমধ্যেই কানাডার দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন। এবারের আসরে লিটন ছাড়াও সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এই তালিকায় আছেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনডর্ফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো ক্রিকেটাররা।
দেশ ছাড়ার আগে গণমাধ্যমকে লিটন বলেছিলেন, 'আপনি যে কোনো জায়গায় ফ্র্যাঞ্চাইজি খেললে এটা আপনার জন্য ভালো এক্সপেরিয়েন্স বাড়বে। লার্নিং হচ্ছে কে খেলবে এটা বড় ফ্যাক্ট না, আপনি যে ফরম্যাটটা খেলতে যাচ্ছেন সে ফরম্যাটটা ইন্টারন্যাশনালেও আছে, সো এখানে যদি ম্যাচ খেলতে পারি ভবিষ্যতে সেটা ইন্টারন্যাশনালেও কাজে দিবে।'
কানাডার এই ফ্র্যাঞ্চাইজ লিগে লিটন ছাড়াও সুযোগ পাচ্ছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবও ইতোমধ্যেই পৌঁছেছেন কানাডায়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.