খেলাধুলা ডেস্ক:
আগের দুই ম্যাচ শেষে ১-১ এ সমতা বিরাজ করছিল ওয়ানডে সিরিজে। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতের সঙ্গে টাই করেছে বাংলাদেশ নারী দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ২২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে জিততে পারেনি ভারত। বাংলাদেশের সমান ২২৫ রান করে অলআউট হয়ে যায় তারা।
ফলে সিরিজ ভাগাভাগি করল দুদল।
২২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে এক পর্যায়ে ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ১৯১। এরপরই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন বোলাররা, ধস নামে ভারতের ইনিংসে। ২১৭ রানে ৯ উইকেট হারায় ভারত।
ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে মেঘনা সিংকে আউট করে ম্যাচ টাই করেন পেসার মারুফা আক্তার। ভারতের ইনিংস শেষ হয় ২২৫ রানে। অপর প্রান্তে অপরাজিত থেকে যান ৩৩ রান করা জেমিমা রদ্রিগেজ। ভারতের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেছেন হারলিন দেওল।
৫৯ রান এসেছে স্মৃতি মান্দানার ব্যাট থেকে।
বাংলাদেশের পক্ষে ৩ উইকেট শিকার করেছেন নাহিদা আক্তার। ২ উইকেট নিয়েছেন মারুফা। এছাড়া সুলতানা খাতুন, রাবেয়া খানও ফাহিমা খাতুনের শিকার একটি করে উইকেট।
এর আগে, ফারজানা হক পিংকির সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে রেকর্ড ২২৫ রানের স্কোর গড়ে বাংলাদেশ।
তাছাড়া এটি ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। ৯৩ রানের দুর্দান্ত এক ওপেনিং জুটি উপহার দিয়েছিলেন শামীমা সুলতানা এবং ফারজানা হক। ৭৮ বলে ৫ চার ৫২ রান করা শামীমা সুলতানাকে স্নেহ রানা আউট করলে ভাঙে এই জুটি। এরপর ফারজানার হক পিংকির সঙ্গে ৭১ রানের আরো একটি জুটি উপহার দেন অধিনায়ক নিগার সুলতানা। তিনি করেন ৩৬ বলে ১ চারে ২৪ রান। ৯৭ বলে ফিফটি পূরণ করেন ফারজানা হক। আর ১৫৬ বলে পৌঁছে যান তিন অঙ্কে। ইনিংসের শেষ বলে রান-আউট হয়ে ১৬০ বলে ৭ চারে ১০৭ রানে থামে ফারজানার ইনিংস।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.