ভয়েস প্রতিবেদক:
“ নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ ” এ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কক্সবাজারেও সোমবার থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩।
এ উপলক্ষে সকালে জেলা মৎস্য অফিসের উদ্যোগে অফিস সম্মেলন কক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো বদরুজ্জামান।
সভায় আরো বক্তব্য রাখেন বিএফঅআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শফিকুর রহমান, কক্সবাজার আঞ্চলিক মৎস্য কর্মকর্তা তৌফিকুর ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহানসহ সংশ্লিষ্টরা।
এসময় জেলা উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা,মৎস্য ব্যবসায়ী-চাষীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করতে প্রতি বছরের মতো এবারও ৩০ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.