খেলাধুলা ডেস্ক:
ভারতের মাটিতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আড়াই মাসেরও কম সময় বাকি। ইতোমধ্যে আইসিসির এ মেগা আসরের সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়ে গেছে। যেখানে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ধরা হচ্ছে ভারত-পাকিস্তানের ১৫ অক্টোবরের লড়াইকে। সূচি অনুযায়ী, হাইভোল্টেজ ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু অনিবার্য কারণে সেই সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিশ্বকাপের গ্রুপপর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ ঘিরে ইতোমধ্যে আয়োজক দেশটিতে তুমুল উন্মাদনা দেখা দিয়েছে। টুর্নামেন্ট শুরুর তিন মাস আগে থেকেই উচ্চদাম সত্ত্বেও সেখানকার হোটেলগুলো বুকিং হয়ে গেছে। এ ছাড়া হোটেলে জায়গা না পেয়ে অনেকে শর্তসাপেক্ষে বুকিং দিচ্ছেন স্থানীয় হাসপাতালে। এ ছাড়া এই ম্যাচ ঘিরে বিমান-টিকিটের চাহিদা তুঙ্গে থাকায় তার দাম ৬ গুণ বাড়ানো হয়েছে।
তবে নতুন করে সূচি পরিবর্তন হলে বাড়তি ঝামেলা পোহাতে হবে অগ্রিম বুকিং দেওয়া এসব দর্শকের। ক্রিকেটভক্তদের অনেকেই ইতোমধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য নির্দিষ্ট তারিখে ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ পরিবর্তন করা হতে পারে। কারণ ১৫ অক্টোবর ‘নবরাত্রি— এর প্রথম দিন, বিশেষ করে গুজরাটে রাতব্যাপী গরবা নৃত্যের সঙ্গে এই উৎসব পালন করা হয়।
প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকার কারণে বিসিসিআইকে ওই ম্যাচের সূচি বদলানোর পরামর্শ দেওয়া হয়েছে।
একটি সূত্র বলেছেন, ‘আমাদের হাতে থাকা বিকল্পগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করছি এবং শিগগিরই একটি সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, ভারত বনাম পাকিস্তানের মতো একটি হাইপ্রোফাইল ম্যাচ, কিন্তু এর মধ্যে নবরাত্রি রয়েছে। অথচ এই ম্যাচ ঘিরে হাজার হাজার ভ্রমণ অনুরাগী আহমেদাবাদে পৌঁছানোর কথা। যে কারণে সমস্যা হতে পারে। এ বিষয়টি এড়ানো উচিত।’
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.