ভয়েস নিউজ ডেস্ক:
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কাছে একটি সামরিক হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় ওই হেলিকপ্টারের চারজন ক্রু নিখোঁজ রয়েছেন। দেশটির সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
এমআরএইচ-৯০ নামের হেলিকপ্টারটি স্থানীয় সময় শুক্রবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে হুইটসানডে উপকূলের কাছে বিধ্বস্ত হয়।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৯ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে মার্লেস বলেন, ওই হেলিকপ্টারে থাকা চারজন ক্রুকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনো অব্যাহত আছে।
তিনি বিধ্বস্ত হেলিকপ্টারের ক্রু সদস্য এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি আরো বলেন, আমরা ভালো খবর আশা করছি।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রধান অ্যাঙ্গাস ক্যাম্পবেল বলেন, এটি একটি ভয়াবহ মুহূর্ত। তিনি বলেন, নিখোঁজদের খুঁজে বের করা এবং তাদের পরিবারের সদস্যদের সহযোগিতা করাই এখন আমাদের প্রধান কাজ। উদ্ধার ও তল্লাশি অভিযানে সাহায্য করায় দেশটির পুলিশ, বেসামরিক এজেন্সি, সাধারণ জনগণ এবং যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ যে দুই সপ্তাহ ধরে চলা অস্ট্রেলিয়ার হ্যামিলটন দ্বীপে অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রশিক্ষণে হেলিকপ্টারটি ব্যবহৃত হচ্ছিল। এ দুর্ঘটনার পরে তালিসমান সামরিক অনুশীলন বিরতি ঘোষণা করা হয়। ওই সামরিক অনুশীলনে জাপান, ফ্রান্স, জার্মানি এবং দক্ষিণ কোরিয়ার সৈন্যদের অংশ নেওয়ার কথা ছিল।
সূত্র : দ্য গার্ডিয়ান
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.