বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তার প্রাক্তন এক প্রেমিকের নাম অধ্যয়ন সুমন। ২০০৯ সালে এ সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সুমন।
কঙ্গনার সঙ্গে সম্পর্কের ইতি টানার পর মুখে কুলুপ এঁটেছিলেন সুমন। কিন্তু তার ৮ বছর পর কঙ্গনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। দ্বিধাহীনভাবে এ অভিনেতা বলেছিলেন— ‘কঙ্গনা প্রেমিকা হিসেবে ভয়ানক।’ এ মন্তব্য করার পর শোবিজ অঙ্গনে হইচই পড়ে গিয়েছিল। দারুণ সমালোচনার মুখে পড়েছিলেন সুমন।
প্রায় অর্ধযুগ পর ফের বিষয়টি নিয়ে মুখ খুললেন অধ্যয়ন সুমন। নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে সুমন বলেন— ‘এটা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। আমিও তো মানুষ। আমি এমন একটা সময়ে কথা বলেছিলাম অনেকেই জানতেন না ঠিক কী ঘটেছিল। কথাগুলো বলার জন্য আমি কিন্তু সংবাদ সম্মেলন করিনি কিংবা হইচই করিনি। আমি তার প্রতি শ্রদ্ধা রেখে কথাগুলো বলেছিলাম। আর সেটা বলা দরকার ছিল।’
২০১৭ সালে কঙ্গনাকে নিয়ে মন্তব্য করার পর অনেকে বলেছিলেন, লাইমলাইটে আসার জন্য সুমন এমনটা করেছে। এ বিষয়ে সুমন বলেন, ‘আমি যদি প্রচারের স্বার্থে কথা বলতাম, তাহলে ২০০৯ সালের ঘটনা ২০১৭ সালে গিয়ে বলতাম না। আর এটা বলার জন্য পেশাগত জগতে কোনো পার্থক্য তৈরি হয়নি। কাজ পাওয়া যায় প্রতিভার জোরে। লোকজন তখন আমার সমালোচনা করেছিলেন। পরে তারাই বিষয়টি বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চেয়েছেন। তাই আমি এটা নিয়ে কোনো অনুশোচনা করি না।’
এর আগে সুমন অভিযোগ করেছিলেন— কঙ্গনা তাকে ব্ল্যাক ম্যাজিক করতে চেয়েছিলেন। সুমনের ভাষ্য মতে, ‘পূজা করার জন্য কঙ্গনা একদিন আমাকে তার বাড়িতে ডাকে। আমি রাত সাড়ে ১১টা নাগাদ পৌঁছাই। কারণ পূজা শুরু হওয়ার কথা রাত ১২টায়। কঙ্গনার অ্যাপার্টমেন্টে ছোট একটি গেস্ট রুম ছিল, সেখানে কালো পর্দা এবং কালো কাপড়ে ঢাকা ছিল ভগবানের মূর্তি, চারিদিকে আগুন। তা ছাড়াও আরো কিছু ভীতিকর জিনিস রাখা ছিল। কঙ্গনা আমাকে কিছু মন্ত্র উচ্চারণ করতে বলে এবং আমাকে আটকে রাখে। সেদিন আমি ভয় পেয়েছিলাম। কিন্তু আমি সেটা না করে বাড়ি থেকে বেরিয়ে আসি।’
‘রাজ: দ্য মিস্ট্রি কনটিনিউ’ সিনেমায় একসঙ্গে কাজ করনে কঙ্গনা-সুমন। এ সিনেমায় কাজ করতে গিয়ে সম্পর্কে জড়ান তারা। পরে সেই সম্পর্ক তিক্ততায় রূপ নেয়। ২০১৭ সালে ভাঙা প্রেম নিয়ে মুখ খুলেন সুমন। এসময় কঙ্গনার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন এই অভিনেতা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.