আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার ঘনিষ্ঠমিত্র বেলারুশের সঙ্গে গত কয়েক মাসে সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছেছে ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র পোল্যান্ডের। ভাড়াটে ওয়াগনারসহ সীমান্তের নিরাপত্তা ইস্যুতে দুই দেশের টানাপোড়েন নতুন করে আলোচনায়। এরই মধ্যে বেলারুশের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে নিজেদের পূর্ব সীমান্তে সেনা পাঠিয়েছে ওয়ারশ।
পোল্যান্ডের অভিযোগ তাৎক্ষণিক অস্বীকার করে বেলারুশের সামরিক বাহিনী বলেছে, সীমান্তে সেনা মোতায়েনের বিষয়টি বৈধ করতেই এই অপচেষ্টা চালাচ্ছে ওয়ারশ।
পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সীমান্তে সামরিক হেলিকপ্টার, অতিরিক্ত বাহিনী ও সরঞ্জাম পাঠাচ্ছে। সীমান্ত লঙ্ঘনের বিষয়টি ইতোমধ্যে ন্যাটোকে অবহিত করা হয়েছে। পুরো বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে বেলারুশের চার্জ ডি অ্যাফেয়ার্সকে।
যদিও পোলিশ সামরিক বাহিনী প্রথমে সীমান্ত লঙ্ঘনের কথা না জানালেও পরে বিষয়টি সামনে আনে। তাদের অভিযোগ, বেলারুশের যুদ্ধ হেলিকপ্টার খুব নিচু দিয়ে পোল্যান্ডের ভূখণ্ডে প্রবেশ করে। ফলে উচ্চতা কম থাকায় রাডারে ঠিকমতো শনাক্ত করা যায়নি।
পাল্টা প্রতিক্রিয়ায় বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওয়ারশ তার বিদেশি মোড়লদের সঙ্গে আলোচনার করে ঘটনাটি বদলে ফেলেছে। এমআই-৮ ও এমআই-২৪ হেলিকপ্টারগুলো কোনও সীমান্ত লঙ্ঘন করেনি।
গত মাসের শেষ দিকে পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি অভিযোগ করেছিলেন, তার দেশের সীমান্তের দিকে এগোচ্ছে রাশিয়ার সশস্ত্র ভাড়াটে ওয়াগনারের শতাধিক যোদ্ধা। এসব যোদ্ধারা অভিবাসী ছদ্মবেশে পোল্যান্ডে ঢুকতে পারে সন্দেহ করে উদ্বেগও প্রকাশ করেন তিনি।
সূত্র: দ্য গার্ডিয়ান/ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.