আন্তর্জাতিক ডেস্ক:
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অভিযোগের ব্যাখ্যা দিতে বৃহস্পতিবার দেশটির ফেডারেল আদালতে হাজির হন ট্রাম্প। খবর আলজাজিরার।
স্থানীয় সময় বিকেলে ওয়াশিংটন ডিসির ব্যারেট প্রিটিম্যান ইউনাইটেড স্টেটস কোর্টহাউজে নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের শুনানি হয়। ট্রাম্পের বক্তব্য শোনার কিছুক্ষণ পর বিচারক মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ২৮ আগস্ট।
নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘এ ধরনের ঘটনা রাজনৈতিভাবে প্রতিপক্ষের প্রতি নিপীড়ন। আমেরিকায় এমন ঘটনার কথা কখনই ছিল না।’
ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান বিচারক মোক্সিলা উপাধ্যায়। এসব প্রমাণিত হলে তার কত বছরের সাজার মুখোমুখি হতে পারেন তাও জানানো হয়। কিন্তু ট্রাম্প বলেছেন, তিনি নির্দোষ।
আদালতে হাজির হওয়ার আগে ধারণা করা হচ্ছিল ট্রাম্পকে গ্রেপ্তার করা হতে পারে। অবশ্য এদিন সরকার পক্ষের কৌশুলিরা তাকে আটকের আবেদন জানাননি।
এমন সময় তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো, যখন ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার লড়াইয়ে রিপাবলিকান মনোনীত প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন। ট্রাম্পের অভিযোগ, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বাইডেন প্রশাসন তার বিরুদ্ধে লেগেছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.