খেলাধুলা ডেস্ক:
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে পিএসজি যখন ধুঁকছিল। প্রথম চার ম্যাচের একটি ছাড়া বাকিগুলোতে জয় আনতে পারেনি।তখনই ইনজুরি থেকে ফিরে চমক দেখালেন নেইমার জুনিয়র। জোড়া গোল ও সতীর্থের গোলে অবদান রেখে শেষ প্রীতি ম্যাচে জেতালেন দলকে।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় জনবাক হুন্টাই মোটর্সকে ৩-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। প্রথমার্ধে এক গোলের পর দ্বিতীয়ার্ধের শেষদিকেও গিয়েও গোলের দেখা পান নেইমার। শেষ গোলে আসেনসিওর করা শটে সহায়তা করেন ব্রাজিলিয়ান এই তারকা।
ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখানো পিএসজিকে ৪০তম মিনিটে এগিয়ে নিয়ে যান নেইমার। সতীর্থের পাস থেকে বক্সে বল নিয়ে পায়ের কারিকুরি দেখিয়ে কয়েক ডিফেন্ডারের মাঝে দিয়ে আচমকা শটে লক্ষ্যভেদ করেন তিনি। দ্বিতীয়ার্ধের শেষদিকে ৮৩তম মিনিটে আরও এ গোল পান ব্রাজিলিয়ান তারকা। সতীর্থের বাড়ানো পাস টেনে নিয়ে বক্স থেকে গোলরক্ষককে পরাস্ত করে জাল খুঁজে নেন তিনি।
৮৮তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন আসেনসিও। নেইমারের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন সাবেক এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। প্রায় সাড়ে পাঁচ মাস পর এই ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন নেইমার; আর তাতেই দেখালেন এসব চমক।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.