খেলাধুলা ডেস্ক:
ঘরের মাঠে আগামী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের চেয়ে ভারতই বেশি চাপে থাকবে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। আগামী অক্টোবরে ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ঘরের মাঠে খেলার সুবিধার পাশাপাশি দীর্ঘদিন আইসিসির ট্রফি জিততে না পারার কারণেই ভারতের ওপর চাপ বেশি থাকবে বলে মনে করেন আকরাম। তার মতে, ঘরের মাঠে চাপে থাকবে ভারত।
নির্ভার হয়েই খেলবে পাকিস্তান।
২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর আর ওয়ানডে বিশ্বকাপ জিততে পারেনি টিম ইন্ডিয়া। ২০১৫ ও ২০১৯ সালে পরের দুই বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় ভারত।
আবারও ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পেল ভারত। তৃতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভারতের চোখে। কিন্তু ভারতের জন্য কাজটি সহজ হবে না বলে মনে করেন আকরাম। তার মতে, ঘরের মাঠে খেলার সুবিধাই, ভারতকে অসুবিধায় ফেলবে।
পাকিস্তানের সংবাদমাধ্যমকে আকরাম বলেন, ‘অবশ্যই, ভারতের মোহাম্মদ সামি ও জসপ্রিত বুমরাহর মত বোলার আছে। সামি দারুণ ও বুদ্ধিদীপ্ত বোলিং করেন। বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হতে হবে বুমরাহকে। আমি জানি না তার ফিটনেসের কি অবস্থায়। সে যদি ভালো অবস্থায় থাকে তাহলে বড় পার্থক্য তৈরি হবে।
এ ছাড়া ভালো স্পিনার এবং অলরাউন্ডার রয়েছে ভারতের। দেখা যাক, জাদেজা-অশ্বিনের মধ্যে কে খেলে। সত্যিই ভারতের কিছু ভাল খেলোয়াড় উঠে এসেছে। কিন্তু ঘরের মাঠে খেলার কিছু অসুবিধাও রয়েছে। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু নিজেদের মাঠে খেলার বাড়তি চাপ সব সময়ই থাকে। এটা কিন্তু পাকিস্তানের ক্ষেত্রেও একইরকম। আয়োজক হলে চাপ থাকত।
বিশ্বকাপ সূচি ঘোষণার আগে ভারতের বিপক্ষে আহমেদাবাদে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শেষ পর্যন্ত সূচিতে আহমেদাবাদেই ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান লড়াই চূড়ান্ত করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভেন্যু নিয়ে পিসিবির ওমন আচরণে হতাশ আকরাম।
তিনি বলেন, ‘আমি আগেই বলেছি, আমাকে যদি বলা হয় ঐ তারিখে ঐ ভেন্যুতে খেলতে, আমি খেলব। সেটা আহমেদাবাদ, চেন্নাই, কোলকাতা বা মুম্বাই, যেখানেই হোক না কেন। তাই খেলতে হবে এবং এটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই।’
সর্বশেষ ২০১৬ সালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলেছিল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঐ ম্যাচে ৬ উইকেটে জিতেছিল টিম ইন্ডিয়া।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.