খেলাধুলা ডেস্ক:
কিলিয়ান এমবাপ্পের ট্রান্সফার গুঞ্জন শুধু ডালপালাই মেলছে। একের পর এক প্রস্তাবনার কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে। তবে কোনোটাই শেষ পর্যন্ত ধুপে টিকছে না। ২৪ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে নতুন তথ্য পিএসজি তাকে নতুন একটা প্রস্তাব দিয়েছে। তবে এই ফরাসি তারকার প্যারিসিয়ানদের সঙ্গে চুক্তি নবায়নের নাকি কোনো ইচ্ছাই আর নেই।
দল বদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো সেই তথ্যই জানিয়েছেন। তিনি দাবি করেছেন, পিএসজি মোটা অংকের প্রলোভনসহ এমবাপ্পেকে নতুন একটি প্রস্তাব দিয়েছিল। তবে বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এই তারকা সেটা প্রত্যাখান করেছেন।
পিএসজি বিশ্বাস করে দলটির তারকা ফুটবলার আগামী গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে ফ্রি এজেন্ট হয়ে রিয়াল মাদ্রিদে চলে যাবেন। যা এমবাপ্পেকে আর্থিকভাবে লাভবান করবে। কারণ, চুক্তির মেয়াদ শেষ হলে ক্লাব থেকে আনুগত্য বোনাসের দাবিদার হয়ে যাবেন তিনি। পিএসজি এই কৌশলটা বুঝতে পেরে চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই তাকে বিক্রি করে দিতে চায়।
যদিও ২০১৮ বিশ্বকাপজয়ী এই ফুটবলারের ভবিষ্যৎ অনিশ্চিত। তিনি পিএসজির এমনসব ফুটবলারের সঙ্গে অনুশীলন করেছেন যারা লুইস এনরিকের প্রকল্প পরিকল্পনার অংশই নন। এছাড়া আগামী ১২ আগস্ট এফসি লরিয়েন্টের বিপক্ষে তাকে খেলানো হবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.