খেলাধুলা ডেস্ক:
নাটকীয় ও বিশৃঙ্খল অবস্থার পর ইনজুরিতে থাকা তামিম ইকবালের জায়গায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
ফলে এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব। কারণ, ইতোমধ্যেই তিনি টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিচ্ছেন।
তবে সব ফরম্যাটে তিনি অধিনায়ক থাকবেন কি না- তা বোর্ড ও সাকিবের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। শিগগিরই এশিয়া কাপের জন্য বাংলাদেশ ওয়ানডে দল ঘোষণা করবে বোর্ড। এশিয়া কাপের দল ঘোষণার শেষ তারিখ ১২ আগস্ট।
শুক্রবার (১১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গুলশানে নিজ বাসভবনে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেন, ‘সাকিবকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে। সে এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবে।’
তিনি বলেন, সাকিব যদি সব ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিতে চান, তাহলে বোর্ড আনন্দের সঙ্গে তা গ্রহণ করবে।
গত সপ্তাহে বোর্ডের অধিনায়ক নির্বাচনের কথা থাকলেও সাকিবের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন থাকায় তারা তা করতে পারেননি।
সাকিবের পাশাপাশি টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস ও মেহেদী হাসান মিরাজকেও পরবর্তী ওয়ানডে অধিনায়কের জন্য আলোচনায় রাখা হয়েছিল।
উল্লেখ্য, ইনজুরির কারণে সম্প্রতি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.