খেলাধুলা ডেস্ক:
করিম বেনজেমা চলে যাওয়ার পর একপ্রকার স্ট্রাইকার শূন্য হয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। চলতি দলবদলে তারকা কোনো স্ট্রাইকারের ওপর নজরই দেয়নি তারা।
এর ওপর ইনজুরিতে পড়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। তাকে ছাড়াই মৌসুম শুরু করতে হয় রিয়ালকে। কোর্তোয়ার বিকল্প হিসেবে একাদশে থাকা আন্দ্রে লুনিনকে অবশ্য খুব বেশি পরীক্ষায় পড়তে হয়নি এদিন। কেননা আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
সান মামস বারিয়ে স্টেডিয়ামে ৪-৪-২ ফর্মেশনে পরিকল্পনা সাজান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। মাঠের দখল নিতে অবশ্য খুব বেশি সময় নেয়নি তার দল। ২৮ মিনিটে দানি কার্ভাহালের পাস থেকে তাদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। যদিও প্রথম সুযোগ আসে ১৪ মিনিটে। ফেদে ভালভের্দের বুলেট গতির শট ক্রসবারের কিছুটা পাশ কাটিয়ে চলে যায়।
প্রথম গোলের ৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ১০৩ মিলিয়ন ইউরোতে রিয়ালে আসা জুড বেলিংহ্যাম। ডেভিড আলাবার কর্নার থেকে আলতো ভলিতে রিয়ালের জার্সিতে প্রথম গোলের দেখা পান এই ইংলিশ মিডফিল্ডার। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও রিয়াল দাপট দেখালেও গোলের দেখা পায়নি। বিরতির পর খেলার পঞ্চম মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার এদের মিলিতাও। তার কান্না দেখে বোঝা যাচ্ছিল চোটটা গুরুতরই হবে।
এদিকে লা লিগায় আজ মাঠে নামছে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত দেড়টায় বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হেতাফে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.