আন্তর্জাতিক ডেস্ক:
দাবানলের চার দিন পর ক্ষয়ক্ষতির বিষয়টি বড় পরিসরে উঠে আসে। এ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঐতিহাসিক লাহাইনা শহরের বিভিন্ন স্থাপনা।যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের মাউইতে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে শনিবার ৮৯ জনে দাঁড়িয়েছে।এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে ১০০ বছরের বেশি সময়ে সবচেয়ে প্রাণঘাতী দাবানলে পরিণত হয়েছে এটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, দাবানলের চার দিন পর ক্ষয়ক্ষতির বিষয়টি বড় পরিসরে উঠে আসে। এ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঐতিহাসিক লাহাইনা শহরের বিভিন্ন স্থাপনা।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এফইএমএ বা ফেমা জানয়, লাহাইনার বিভিন্ন স্থাপনা পুনর্নির্মাণে সম্ভাব্য ব্যয় হবে ৫৫০ কোটি ডলার। শহরটির দুই হাজার দুই হাজার দুই শর বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। পুড়ে গেছে ২ হাজার ১০০ একর এলাকা।
হাওয়াই অঙ্গরাজ্যের গভর্নর জোশ গ্রিন স্থানীয় সময় শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে জানান, বিভিন্ন স্থান থেকে মরদেহ বের হতে থাকায় মৃতের সংখ্যা বাড়া অব্যাহত থাকতে পারে।
এদিকে আগুনের সময় সাইরেন দেয়ার ব্যবস্থা ঠিক ছিল কি না, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
হাওয়াইয়ের অ্যাটর্নি জেনারেল অ্যানে লোপেজ জানান, আগুনের সময় ও তার আগে সিদ্ধান্ত গ্রহণের বিষয়গুলো পর্যালোচনা শুরু করেছেন তিনি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.