ভয়েস নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বাংলাদেশে সফররত ২ কংগ্রেসম্যান আওয়ামী লীগ সরকারের কাছে বিএনপির কোনো দাবি তুলে ধরেননি।
সোমবার সেতু ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের বার্তা স্পষ্ট, তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। সরকারের পদত্যাগও সম্ভব নয়। পার্লামেন্টবিরোধী কিছুই হবে না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিরোধী দলবিহীন নির্বাচন হবে না। এবারের নির্বাচন অংশগ্রহণমূলক হবে। তবে নির্বাচনে বিএনপি না এলেও অনেক দল রয়েছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে। তাদের (বিএনপি) দলের অনেকেও রয়েছেন, যারা অংশগ্রহণ করবেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মহাসমাবেশের ধারে কাছে নেই বিএনপির মহাসমাবেশ। তাদের কর্মসূচির শেষ পর্যন্ত কি হয় দেখা যাক।
বিএনপির দিবাস্বপ্ন দিবাস্বপ্নই থেকে যাবে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, তারেক রহমান, বিএনপি সমাবেশ দিচ্ছে। তাদের চলমান কর্মসূচি হলো, সরকারকে না ফেলে তারা ঘরে ফিরবেন না। ফখরুল সাহেব তো এটাও বললেন, নিশ্চিতভাবে পরিবর্তন হচ্ছে। হাওয়া থেকে পাওয়া অনেক দিবাস্বপ্ন বিএনপির আছে। ডিসেম্বর মাসে বেগম জিয়া দেশ চালাবেন। ১১ ডিসেম্বর তারেক রহমান এয়ারপোর্টে নামবেন। এমন অনেক দিবাস্বপ্ন তারা দেখলেন। দিবাস্বপ্ন, দিবাস্বপ্নই।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.