খেলাধুলা ডেস্ক:
লিওনেল মেসির জাদুতে ন্যাশভিলেকে হারিয়ে লিগস কাপের শিরোপা জিতল ইন্টার মায়ামি। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকে জেতে মেসির দল। প্রথমবারের মতো কোন শিরোপা জিতল মায়ামি।
লিগস কাপের ফাইনালে ম্যাচের ২৩ মিনিটে গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন লিওনেল মেসি। তবে দ্বিতীয়ার্ধ সমতা ফেরায় ন্যাশভিলে। নিয়ম অনুযায়ী খেলা গড়ায় টাইব্রেকে।
কি জানি কি হয়! টাইব্রেকারে দলের প্রথম শটটিও জালে জড়ান বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। পারবেন কি ইন্টার মায়ামিকে প্রথম শিরোপাটা এনে দিতে? তবে তখন তার হাতে ছিল না। শুটআউটেও তখন ৯-৯ সমতা।
শট নিতে এলেন মায়ামির গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। বল জালে জড়ালেন তিনি এরপর প্রতিপক্ষ গোলকিপারের শট ঠেকিয়ে দলকে এনে দেন শিরোপাও। ১–১ গোলে সমতায় থাকার পর ইন্টার মায়ামি ম্যারাথন টাইব্রেকারে ম্যাচ জিতে নেয় ১০-৯ এ।
তার আগে ন্যাশভিলের ঘরের মাঠে ২৩ মিনিটে রবার্ট টেইলরের বাড়ানো বল বক্সের বাইরে পেয়ে যান মেসি। কয়েক পা এগিয়ে দুজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁ পায়ের জোরাল শটে গোল করেন মেসি। যা পেশাদার ক্যারিয়ারে ফাইনালে মেসির ৩৭তম গোল। লিগস কাপে দশম গোল।
এ নিয়ে টানা সাত ম্যাচে গোল পেলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।
তবে ৫৭ মিনিটে কর্ণার থেকে পাওয়া বল হেডে গোল করে সমতা ফেরান ফাফা পিকুল্ট।
৭০ মিনিটে মেসির শট লাগে পোস্টে। ৭৭ মিনিটে গোল পেয়েই যাচ্ছিল নাশভিলে স্যামের শট ঝাঁপিয়ে ঠেকান মায়ামি গোলকিপার ক্যালেন্ডার। কর্নারের বিনিময়ে রক্ষা পায় ইন্টার। ৮৩ মিনিটে জর্ডি আলবা মুখতারকে ফেলে দিলে ফ্রি-কিক পায় ন্যাশভিলে। তবে মুখতারের ফ্রি-কিক ডান পোস্টের একটু বাইরে দিয়ে যায়।
ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোলের সুযোগ পেয়েছিলেন মায়ামির লিওনার্দো ক্যামপানা। ন্যাশভিলে গোলকিপারকে কাটিয়েছিলেন চিপ মেরে। তাতে বল সামনের দিকে যাচ্ছিলো। দৌড়ে গিয়ে বলে পা ছোয়ান। তবে সেটি পোস্টে লাগে।
ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকে। সেখানে জিতে মেসি পেয়ে যান তার ক্যারিয়ারের ৪৪তম ট্রফি।
ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ড এখন এককভাবে মেসির দখলে। পেছনে ফেলেছেন দানি আলভেসকে (৪৩ ট্রফি)।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.