খেলাধুলা ডেস্ক:
সব আলো নিভে গিয়েছিল। জ্বলে উঠেছিল সোডিয়ামের আলো। তবে সেটা আতশবাজির। গ্যালারিতে থাকা ৬৭ হাজার ভক্ত জ্বালালেন মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো। তার মাঝেই মাঠে এলেন নেইমার। সৌ আরবের ক্লাব আল হিলালের খেলোয়াড় হিসেবে পরিচিত হলেন শনিবার। ভক্তদের উদ্দেশ্যে বললেন, ক্লাবের জন্য সব করতে প্রস্তুত তিনি।
১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে নেইমার পিএসজি থেকে এসেছেন আল হিলালে। দুই বছরের চুক্তিতে বেতন পাবেন ৩২০ মিলিয়ন ইউরো। পাবেন আরও অন্যান্য অনেক সুবিধা। এই তালিকা আছেন আরও অনেক তারকা ফুটবলার। ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমাসহ অনেকের মতো এই পথ অনুসরণ করেছেন নেইমার।
আমি এই ক্লাবের জন্য সবকিছু করব
শনিবার সেই দল আল হিলাল নিজেদের খেলোয়াড় হিসেবে তাকে পরিচয় করিয়ে দিয়েছে। নেইমারবরণ অনুষ্ঠানে ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘এই অভ্যর্থনায় আমি মুগ্ধ। এই নতুন চ্যালেঞ্জ নিতে পেরে আমি খুশি, অভিভূত। আমি এই দেশের সবচেয়ে বড় ক্লাবে এসেছি। আশা করি আল হিলালে নতুন গল্প রচনার অংশ হব। অনেক অর্জনের স্বাক্ষী হব। এই ক্লাবের জন্য আমি সবকিছুই করব। আসুন আমরা এই সময়টা উপভোগ করি।’
প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে নেইমার বরণ অনুষ্ঠান শেষে আল হিলাল খেলতে নামে আল ফেইহার সঙ্গে। তবে সেই ম্যাচে জয় পায়নি হিলাল। ব্রাজিলিয়ান তারকাও খেলতে নামেননি। ১-১ গোলে ড্র করেছে তারা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.