রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

র‌্যাবের ১৭ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত

ভয়েস নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জে কর্মরত র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) ১৭ সদস্যের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া, আইসোলেশনে আছেন বাহিনীটির এক উপ-পরিচালক, এক সিনিয়র সহকারী পরিচালক, দুই সহকারী পরিচালক ও সৈনিকসহ ৩৯ সদস্য। আক্রান্তদের কারও শরীরেই কোনো ধরনের উপসর্গ ছিল না বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার ও সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

আলেপ উদ্দিন জানান, এ পর্যন্ত র‌্যাব-১১ এর ২১১ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জনের রিপোর্ট পাওয়া গেছে। ওই ৯০ জনের ১৭ জনের রিপোর্টে “কোভিড-১৯ পজিটিভ” এসেছে।

তিনি আরও জানান, আক্রান্তদের কারও শরীরেই কোনো ধরনের উপসর্গ ছিল না। ধারণা করা হচ্ছে, জেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিতে গিয়ে আক্রান্ত হয়েছেন।

র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, কোনো র‌্যাব সদস্যের শরীরে উপসর্গ দেখা দিলেই হোম কোয়ারেন্টিন ও আইসোলেশনে রাখা হচ্ছে।

এই মুহূর্তে ৩৯ জন র‌্যাব সদস্য আইসোলেশনে আছেন। তাদের মধ্যে ১৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি। তার নিজের রিপোর্ট নেগেটিভ এসেছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা। সূত্র:ঢাকা ট্রিবিউন অনলাইন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION