বিনোদন ডেস্ক:
প্রেমের গল্পে নাটক বানাতে যার জুড়ি নেই, তিনি ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। ‘বড় ছেলে’, ‘বুকের বাঁ পাশে’র মতো নাটক বানিয়ে যিনি চমকে দিয়েছিলেন সেই তিনিই এখন ব্যস্ত ওয়েব ফিল্ম নির্মাণে।
তাই বলে কি একেবারেই নাটক নির্মাণ ছেড়ে দেবেন? আগেই বলেছিলেন, ‘সিনেমা নিয়ে যত ব্যস্ততা থাকুক বছরে অন্তত ২টা নাটক নির্মাণের চেষ্টা করব।’ কথামতো বছরের প্রথম নাটক নিয়ে ফিরছেন আরিয়ান। ‘সে বসে একা’ নাটকে জুটি বাঁধছেন তিন তরুণ অভিনয়শিল্পী ইয়াশ রোহান, খায়রুল বাসার ও তানজিম সাইয়ারা তটিনী। এর আগে ইয়াশ ও খায়রুলকে আরিয়ানের পরিচালনায় দেখা গেলেও এবারই প্রথম তার পরিচালনায় কাজ করছেন তটিনী।
নতুন নাটক নিয়ে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, “বছরে দুটি সিনেমা নির্মাণ করছি। সামনেও এ পরিকল্পনা ধরে রেখেই এগোনোর চেষ্টা করব। একটা সিনেমা বানাতে ছয় মাস লেগে যায়। তাই নাটক বানানোর সুযোগ হচ্ছিল না। অথচ নাটকেও আমার বিশাল দর্শক আছে যারা আমার কাজ দেখতে চায়। তাই সিদ্ধান্ত নিয়েছি, দুটি সিনেমা নির্মাণের মাঝে বছরে দুটি নাটকও বানাব। এ বছরের প্রথম নাটকটি ‘সে বসে একা’। প্রেমের গল্পের এই নাটকে দুটি গান থাকছে। আশা করি দর্শক আমার কাছ থেকে যেমন নাটক দেখতে চায়, তেমন নাটক উপহার দিতে পারব।”
মুক্তির অপেক্ষায় রয়েছে মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনে’ ও ‘ফ্লাইট ২২৭’। কাজিনদের বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পুনর্মিলনে’। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিনেমাটি। অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে মুক্তি পাবে ‘ফ্লাইট ২২৭’।
জানা গেছে, ‘সে বসে একা’ নাটকটি প্রথমে একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। এরপর প্রকাশ পাবে ইউটিউব চ্যানেলে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.