খেলাধুলা ডেস্ক:
বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টের পর ২০০ মিটারেও সেরা হলেন নোয়াহ লাইলস। কিংবদন্তি উসাইন বোল্টের পর ছেলে–মেয়ে মিলিয়েই প্রথম অ্যাথলেট হিসেবে স্প্রিন্টে ‘ডাবল’ জিতলেন এই মার্কিন তারকা।আর ২০০ মিটারে লাইলসের এটি হ্যাটট্রিক শ্রেষ্ঠত্ব। বোল্টের পর এই কীর্তিতেও তিনিই প্রথম।
লাইলসের প্রিয় ইভেন্ট ২০০ মিটার। হাঙ্গেরির বুদাপেস্টে শুক্রবার রাতে ১৯.৫২ সেকেন্ডে প্রিয় ইভেন্ট শেষ করেন তিনি। তার চেয়ে ০.২৩ সেকেন্ড পিছিয়ে থেকে দ্বিতীয় হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক অ্যাথলেট এরিয়ন নাইটন (১৯.৭৫ সেকেন্ড)।
বতসোয়ানার লেতসিল টোবাগো শেষ করেছিলেন তৃতীয় স্থানে। তার সময় লেগেছে ১৯.৮১ সেকেন্ড।
বোল্টের ডাবল ছোঁয়ার পর ‘ট্রিপল’ জয়ের কীর্তিও ছুঁয়ে ফেলার সুযোগ আছে লাইলসের। তার দল যুক্তরাষ্ট্র ৪*১০০ মিটার রিলের ফাইনালে উঠেছে। হিটে না দৌড়ালেও ফাইনালে ট্র্যাকে নামতে পারেন লাইলস। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটার রিলের ‘ট্রিপল’ তিনবার জিতেছেন বোল্ট। ২০০৯, ২০১৩ ও ২০১৫ সালে এই কীর্তি গড়েন তিনি। মার্কিন স্প্রিন্টারদের মধ্যে সর্বশেষ এই কীর্তি গড়েছেন মরিস গ্রিন। সেটা সেই ১৯৯৯ সালে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.