বিনোদন ডেস্ক:
ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। ৬৩ বছর বয়সী এই অভিনেতা এখনো অভিনয়ে সরব। নাগার্জুনা অভিনয় করে যেমন খ্যাতি কুড়িয়েছেন, তেমনি অঢেল সম্পদের মালিকও হয়েছেন।
২০২৩ সালের তথ্য অনুসারে নাগার্জুনার বর্তমান সম্পত্তির মূল্য ১ হাজার কোটি রুপি। ভারতের ধনী অভিনেতাদের একজন নাগার্জুনা। কিন্তু কিছু সম্পদ পৈত্রিক সূত্রেও পেয়েছেন তিনি। যেমন— অন্নপূর্ণা স্টুডিওস, যার মূল্য ২০০ কোটি রুপি।
জুম এন্টারটেইনমেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, হায়দরাবাদে নাগার্জুনা আক্কিনেনির একাধিক প্রোপার্টি রয়েছে। এসবের মধ্যে অন্যতম অন্নপূর্ণা স্টুডিওস। এটি প্রতিষ্ঠা করেন নাগার্জুনার বাবা আক্কিনেনি নাগেশ্বর রাও। এ স্টুডিওর বর্তমান মূল্য ২০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৬২ কোটি ৮৭ লাখ টাকার বেশি)।
হায়দরাবাদের কেন্দ্রে অবস্থিত অন্নপূর্ণাা স্টুডিওস। ২২ একর জমি নিয়ে গড়ে উঠেছে এটি। বিল্ডিং সেট থেকে শুরু করে আউটডোর লোকেশন, স্টুডিও ফ্লোর, সম্পাদনা, ডাবিং সবকিছু রয়েছে চলচ্চিত্র নির্মাতাদের জন্য।
নাগার্জুনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গোস্ট’। এতে অবসরপ্রাপ্ত একজন ‘র’ এজেন্টের চরিত্রে দেখা যায় তাকে। প্রবীণ সাত্তারু পরিচালিত এ সিনেমা গত বছরের ৫ অক্টোবর মুক্তি পায়। নাগার্জুনা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— সোনালি চৌহান, মনিষ চৌধুরী, রবি ভার্মা, জয় প্রকাশ প্রমুখ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.