আন্তর্জাতিক ডেস্ক:
মধ্য ফেব্রুয়ারিতে পাকিস্তানে জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন। আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নেতাদের সঙ্গে সাক্ষাতের পর কমিশন এ প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের নির্বাচন ১৪ই মে করার জন্য এর আগে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তার একটি রিভিউ পিটিশন করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার তা খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। শুনানির সময় প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল বলেন, যখনই সংবিধান লঙ্ঘন হবে, তখন তাতে হস্তক্ষেপ করবে আদালত। এ বছর প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ গঠন করা হয়। তাতে বিচারকরা ৩০শে এপ্রিলের পরিবর্তে ৮ই অক্টোবর নির্বাচন করার যে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন তাকে অবৈধ ঘোষণা করেন। পক্ষান্তরে ১৪ই মে পাঞ্জাবে নির্বাচন করার নির্দেশ দেন।
বুধবার এএনপির প্রতিনিধি এবং নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গে নির্বাচনী রোডম্যাপ নিয়ে পরামর্শ করে নির্বাচন কমিশন। সেখানে এএনপি অনুরোধ রাখে যদি ৯০ দিনের মধ্যে নির্বাচন করা উপযুক্ত না হয়, তাহলে যেন নির্বাচনের তারিখ ও শিডিউল ঘোষণা করা হয়। কমিশনের সঙ্গে বৈঠকের পর মিয়া ইফতিখার বলেন, কমিশন তাদেরকে নিশ্চয়তা দিয়েছে যে নির্বাচন হবে মধ্য ফেব্রুয়ারিতে।
এর মধ্যে পার্লামেন্টের আসন পুনর্বিন্যাস সম্পন্ন হবে। তবে ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা আছে বলে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন মিয়া ইফতিখার হোসেন ও জাহিদ খান। সূত্র এক্সপ্রেস ট্রিবিউন
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.