ভয়েস নিউজ ডেস্ক:
বাংলাদেশ ছাত্রলীগের সমাবেশ উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। মিছিল-স্লোগানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট, বাংলা একাডেমির সামনের গেট এবং টিএসসি গেটসহ পুরো সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত হয়ে ওঠেছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সমাবেশ শুরু কথা থাকলেও দুপুর ১২টার দিকে সোহরাওয়ার্দীর টিএসসি গেট এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন গেটে এই চিত্র দেখা গেছে।
এ সময় নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’, ‘বিএনপি-জামায়াতের কালো হাত, ভেঙে দাও’ স্লোগান দিতে থাকেন।
এদিকে সমাবেশে যোগ দিতে ময়মনসিংহের গফরগাঁও থেকে ট্রেনে চড়ে ঢাকা পৌঁছেছেন নেতাকর্মীরা। তাদের বহনকারী বিশেষ ট্রেনটি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে স্বাগত জানান ময়মনসিংহ-১০
এ বিষয়ে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, ‘বিএনপি, জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে সফল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গফরগাঁওয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা গেছে।’
গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন জানান, সমাবেশ থেকে শিক্ষার্থীরা দেশবিরোধী চক্রান্ত রুখতে শপথ নেবে। তারা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ছাত্রসমাজের মাধ্যমে দেশব্যাপী ‘ওয়ান্স এগেইন শেখ হাসিনা’ স্লোগান ছড়িয়ে দেবেন।
সোহরাওয়ার্দী উদ্যানে পাঁচ লাখ শিক্ষার্থীর জমায়েত হলেও সারা দেশের পাঁচ কোটি শিক্ষার্থী তথ্যপ্রযুক্তির মাধ্যমে এই সমাবেশে যুক্ত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.