আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের ওড়িশা রাজ্যে বজ্রপাতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। ব্জ্রপাতের জেরে আহতও হয়েছেন অনেকে।শনিবার (২ সেপ্টেম্বর) প্রবল বৃষ্টিপাতের মধ্যে রাজ্যটির ছয়টি জেলায় বজ্রপাতে মৃত্যুর এসব ঘটনা ঘটে।
ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয় সূত্রে প্রতিবেদনে বলা হয়েছে, বজ্রপাতের কারণে খুরদা জেলায় চারজন, বোলাঙ্গিরে দুইজন এবং আঙ্গুল, বৌধ, জগৎসিংহপুর ও ঢেনকানালে একজনের মৃত্যু হয়েছে। শনিবারের প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার মধ্যে বজ্রপাতে মোট ১০ জনের প্রাণহানি ঘটে। ভুবনেশ্বর এবং কটক শহরসহ ওড়িশার উপকূলীয় অঞ্চলে বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত হয়েছে।
আগামী চার দিন ওই অঞ্চলগুলোর আবহাওয়ার পরিস্থিতি এমনই থাকতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।
এই পরিস্থিতিতে বজ্রপাতের সময় মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.